তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলমের ওপর লন্ডনে হামলার চেষ্টার ঘটনায় নিন্দা জানিয়েছে অন্তর্বর্তী সরকার। শনিবার (১৩ সেপ্টেম্বর) প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এক বিবৃতিতে এ কথা জানান। বিবৃতিতে বলা হয়, ১২ সেপ্টেম্বর লন্ডনের এসওএএস–ইউনিভার্সিটি অব লন্ডনের এক অনুষ্ঠানের পর উপদেষ্টা মাহফুজ আলম বের হওয়ার সময় একদল বিক্ষোভকারী বাংলাদেশ হাইকমিশনের গাড়িতে ডিম নিক্ষেপ করে এবং অল্প সময়ের জন্য গাড়িবহরের পথ রোধের চেষ্টা করে। লন্ডনের মেট্রোপলিটন পুলিশ দ্রুত হস্তক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। হাইকমিশন সূত্রে জানা গেছে, হামলার সময় মাহফুজ আলম ওই গাড়িতে ছিলেন না। বিবৃতিতে আরও বলা হয়, বাংলাদেশ হাইকমিশন জানিয়েছে পুলিশ সার্বক্ষণিক যোগাযোগ রক্ষা করে উপদেষ্টার কার্যক্রমে ‘পূর্ণ নিরাপত্তা’ নিশ্চিত করেছে। লন্ডনের এই ঘটনার কয়েক সপ্তাহ আগে নিউইয়র্কে সরকারি কাজে থাকা অবস্থায় উপদেষ্টা মাহফুজ আলম হামলার শিকার হন।...