কলেজে একাদশ শ্রেণীতে নির্বাচিত শিক্ষার্থীদের স্ব-স্ব কলেজে ফি দিয়ে চূড়ান্ত ভর্তি কার্যক্রম রোববার শেষ হচ্ছে। যদিও তৃতীয় ধাপ শেষে এখনও ভর্তি জন্য মনোনীত হয়নি পাঁচ হাজার ২৪০ জন শিক্ষার্থী। এরমধ্যে ২৯৫ জনই সর্বোচ্চ স্কোর জিপিএ-৫ পাওয়া বলে আন্তঃশিক্ষা বোর্ড সূত্রে জানা গেছে। সাধারণ কোটায় জিপিএ-৫ পাওয়া প্রায় তিনশ’ শিক্ষার্থী একাদশে ভর্তির জন্য মনোনীত না হলেও ভর্তিতে ‘শিক্ষা কোটায়’ দুই হাজারের বেশি শিক্ষার্থী ভর্তির জন্য মনোনীত হয়েছে। অথচ শিক্ষা প্রশাসনের হাতে গোনা কয়েকজন কর্মকর্তার সন্তান এবার এসএসসি পাস করেছে বলে জানা গেছে। শিক্ষা কোটার অপব্যবহারের কারণে মেধাবী শিক্ষার্থীরা পছন্দের কলেজে ভর্তির সুযোগ থেকে বঞ্চিত হচ্ছে বলে অভিভাবকরা জানিয়েছেন। এছাড়া কাগজপত্র দেখাতে না পারায় মুক্তিযোদ্ধা কোটায় ভর্তির জন্য মনোনীত অনেকেই ভর্তি হতে পারছেন না। এ ব্যাপারে জানতে চাইলে ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা...