দীর্ঘ ৩৫ বছর পর অনুষ্ঠিত হতে যাচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) ও হল সংসদের নির্বাচন। নিয়ম বলছে, চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশের পরেই শুরু হবে রাকসুর নির্বাচনী প্রচারণা। অর্থাৎ ঘড়ির কাঁটা ১৪ সেপ্টেম্বর (আজ) স্পর্শ করেলেই প্রচারণায় নামতে পারবেন প্রার্থীরা। অথচ তার আগেই আচরণবিধির বাঁধন উপেক্ষা করে প্রায় সব প্রার্থী নেমে পড়েছেন প্রচারের মাঠে। রাকসু, হল সংসদ ও সিনেট-এ ছাত্র প্রতিনিধি নির্বাচন ২০২৫, আচরণবিধি ধারা ৪ (খ)-এ বলা হয়েছে, ‘প্রার্থী তালিকা চূড়ান্ত হওয়ার দিন থেকে ভোট গ্রহণের শুরুর ২৪ ঘণ্টা আগ পর্যন্ত নির্বাচনী প্রচারণা করতে যাবে। প্রচারণার সময় সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত সীমাবদ্ধ থাকবে।’ বিশ্ববিদ্যালয় সূত্র আর সরজমিনে ঘুরে চোখে পড়ে ভিন্ন এক দৃশ্য। আচরণবিধির বাঁধন গলে আগেভাগেই শুরু হয়ে গেছে নির্বাচনী জনসংযোগ। ছাত্রশিবির, বাম জোট, ছাত্র...