ব্রাজিল দলে ফেরার স্বপ্ন নিয়ে লড়াই চালিয়ে যাচ্ছেন নেইমার। তবে জাতীয় দলের কোচ কার্লো আনচেলত্তি সাম্প্রতিক স্কোয়াড ঘোষণায় তাকে রাখেননি। ইতালিয়ান কোচের দাবি—আবারো চোট পেয়েছেন নেইমার। কিন্তু নেইমারের ক্লাব সান্তোস এ দাবি সরাসরি অস্বীকার করেছে।সান্তোসের টিম ডাক্তার রদ্রিগো জোগাইব জানালেন, নেইমার শারীরিকভাবে দুর্দান্ত অবস্থায় আছেন। ভাস্কোর বিপক্ষে ম্যাচে অ্যাডাক্টরে সামান্য ফোলাভাব দেখা দিয়েছিল, তবে কয়েক দিনের চিকিৎসাতেই সমস্যার সমাধান হয়। তিনি বললেন, ‘আমরা সিবিএফকে জানিয়েছিলাম এই ছোট সমস্যার কথা। তবে জানিয়ে দিই, এটি তার খেলার সক্ষমতায় কোনো প্রভাব ফেলবে না। সেটিই হয়েছে, ফ্লুমিনেন্সের বিপক্ষে পুরো ৯০ মিনিট খেলেছে নেইমার। বর্তমানে সে দারুণ ফিট।’আনচেলত্তির মন্তব্যের সঙ্গে এভাবে পুরোপুরি দ্বন্দ্ব তৈরি হলো। যেখানে কোচ বলছেন, নেইমারের চোটের কারণে তাকে নেওয়া হয়নি, সেখানে সান্তোস দাবি করছে—স্টার ফরোয়ার্ড তার সেরা ফর্মে ফিরছেন।পিএসজি ও বার্সেলোনার...