ভারতে ইলিশ রপ্তানি করা হবে- এমন ঘোষণায় চাঁদপুরে ইলিশের দাম অস্বাভাবিক হারে বেড়েছে। এতে সাধারণ মানুষের ইলিশ কেনা এখন পুরোপুরি নাগালের বাইরে। শনিবার বিকালে চাঁদপুর মৎস্য অবতরণ কেন্দ্রে দেখা যায়, গড়ে ৩ থেকে ৪শ মণ ইলিশ পরিবহণযোগে আসছে; যা এ মাছঘাটে একেবারেই নগণ্য পরিমাণ বলে জানান মৎস্যজীবী সমিতির সভাপতি আবদুল বারী জমাদার মানিক। গত বছর অর্থাৎ ২০২৪ সালের ভরা মৌসুমে ১ কেজির ওপরে সাইজের প্রতি কেজি ইলিশের দাম ছিল ১ হাজার ৫শ টাকা। ৮০০ থেকে ৯০০ গ্রাম ওজনের ইলিশের দাম ছিল প্রতি কেজি ১ হাজার তিনশ টাকা। ২০২৩ সালের একই সময়ে এক কেজির ওপরের সাইজের প্রতি কেজি ইলিশের দাম ছিল ১৩০০ টাকা। ৮০০ থেকে ৯০০ গ্রামের ওজনের ইলিশ প্রতি কেজির দাম ছিলো ৯০০ থেকে ১ হাজার টাকা। ক্রেতাদের অভিযোগ- কোনো...