পীর-এ বাঙ্গাল আল্লামা সৈয়্যদ মুহাম্মদ সাবির শাহ্ (মা.জি.আ) পরিচালিত আনজুমান ট্রাস্ট এডুকেশন ম্যানেজমেন্ট বোর্ড আনুষ্ঠানিক যাত্রা শুরু করেছে। ২০২৬ শিক্ষাবর্ষ হতে এ বোর্ডের কার্যক্রম শুরু হবে।শনিবার (১৩ সেপ্টেম্বর) দুপুরে আলমগীর খানকাহ শরীফে অনুষ্ঠিত আনজুমান ট্রাস্ট শিক্ষা প্রশাসক সম্মেলনে আনজুমান এডুকেশন ম্যানেজমেন্ট বোর্ডের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।এতে প্রধান অতিথি ছিলেন আওলাদে রাসুল, পীর-এ বাঙ্গাল আল্লামা সৈয়্যদ মুহাম্মদ সাবির শাহ্ (মা.জি.আ)। সারাদেশ থেকে আসা ট্রাস্টের মাদ্রাসাগুলোর সভাপতি, অধ্যক্ষ, উপাধ্যক্ষ, সুপার, সহ-সুপারগণ এ সম্মেলনে যোগ দেন।প্রধান অতিথির বক্তব্যে পীর-এ বাঙ্গাল সাবির শাহ্ বলেন, তলোয়ারের চেয়ে বড় শক্তি হলো কলমের। তাই পড়ালেখার গতি বাড়াতে হবে, দেশসেরা ফলাফল করা জামেয়া এক্ষেত্রে সকলের জন্য উদাহরণ হয়ে থাকবে। এধরণের অনুষ্ঠান প্রতিবছর আয়োজন করার জন্য আনজুমান কর্তৃপক্ষকে আহ্বান জানান।জাকসুর নবনির্বাচিত ভিপি জিতুর প্রতিক্রিয়াআনজুমান এডুকেশন ম্যানেজমেন্ট বোর্ডের নীতিমালা প্রণয়নের...