নিজস্ব প্রতিবেদক : কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে সামাজিক যোগাযোগমাধ্যমে এক শ্রেণির প্রতারক চক্র শেয়ারবাজারের সাধারণ বিনিয়োগকারীদের প্রলোভন দেখাচ্ছে। হোয়াটসঅ্যাপ, ফেসবুক ও টেলিগ্রামের মাধ্যমে তারা লোভনীয় বার্তা ছড়িয়ে প্রথমে সামান্য মুনাফা দেখিয়ে আস্থা অর্জন করে। এরপর অধিক মুনাফার প্রতিশ্রুতি দিয়ে বড় অঙ্কের বিনিয়োগ হাতিয়ে নিয়ে হঠাৎ করে যোগাযোগ বিচ্ছিন্ন করে দেয়। এই ধরনের প্রতারণামূলক কর্মকাণ্ডের তথ্য পাওয়ার পর বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) তা প্রতিরোধে ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টারকে (এনটিএমসি) একটি চিঠি দিয়েছে। বিএসইসির চিঠিতে বলা হয়েছে, প্রতারকরা মোবাইল অ্যাপভিত্তিক বিনিয়োগ প্ল্যাটফর্মে বিনিয়োগকারীদের অর্থ আটকে গেছে বলে দাবি করে অতিরিক্ত অর্থ আদায় করে। পরবর্তীতে তারা বিনিয়োগকারীদের ব্লক করে দেয়। সম্প্রতি কমিশন একটি প্রতারণামূলক হোয়াটসঅ্যাপ গ্রুপের সন্ধান পেয়েছে এবং সেটি বন্ধ করার পাশাপাশি এর সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনার অনুরোধ...