নিহত দুলাল মিয়া বিজয়নগর উপজেলার পাহাড়পুর ইউনিয়নের আউলিয়া বাজার এলাকার মৃত সরুজ মিয়ার ছেলে। এ ঘটনায় দুলাল মিয়ার সঙ্গে থাকা ঝর্ণা বেগম(৪০) নামে অপর এক মোটরসাইকেল আরোহী গুরুতর আহত হয়েছেন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে দুলাল মিয়া তার আত্মীয় ঝর্ণা বেগমকে সঙ্গে নিয়ে মোটরসাইকেলযোগে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের শিবপুরে আত্মীয়ের বাড়িতে যান৷ সন্ধ্যায় সেখান থেকে ব্রাহ্মণবাড়িয়া ফেরার পথে একটি প্রাইভেটকার ও ট্রাক্টরের সঙ্গে ত্রিমুখী সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই নিহত হয় দুলাল মিয়া। এ সময় ঝর্ণা বেগম গুরুতর আহত হয়। স্থানীয়রা তাদের উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিলে চিকিৎসক দুলাল মিয়াকে মৃত ঘোষণা করেন এবং ঝর্ণা বেগমকে মারাত্মক আহত...