তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলমের ওপর হামলা চেষ্টার নিন্দা জানিয়েছে অন্তর্বর্তী সরকার। শনিবার (১৩ সেপ্টেম্বর) রাতে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এই তথ্য জানান। তিনি জানান, বাংলাদেশের জুলাই অভ্যুত্থানের প্রথম বার্ষিকী উপলক্ষে লন্ডন বিশ্ববিদ্যালয়ের একটি অনুষ্ঠান শেষে যাওয়ার পথে একদল বিক্ষোভকারী বাংলাদেশ হাইকমিশনের গাড়িগুলোতে ডিম নিক্ষেপ করে এবং সাময়িকভাবে তাদের পথ বন্ধ করার চেষ্টা করে। লন্ডনের মেট্রোপলিটন পুলিশ কার্যকরভাবে সেখানে হস্তক্ষেপ করে। আটকে পড়া গাড়িতে মাহফুজ আলম ছিলেন না। বাংলাদেশ হাইকমিশন জানিয়েছে, পুলিশ সার্বক্ষণিক যোগাযোগ রাখছে এবং উপদেষ্টার কর্মসূচির সময় তাকে ‘পূর্ণ নিরাপত্তার’ আশ্বাস দিয়েছে। প্রেস উইং বলছে, কয়েক সপ্তাহ আগে নিউইয়র্কে সরকারি কাজে থাকাকালীন মাহফুজ আলমের ওপর হামলার পর লন্ডনে এ ঘটনা ঘটে। বাংলাদেশের কনস্যুলেট জেনারেলে এক অনুষ্ঠানে বিক্ষোভকারীরা ডিম নিক্ষেপ করে এবং বোতল নিক্ষেপ করায় কাচের...