নতুন মৌসুমের প্রথম ম্যাচেই নর্থ লন্ডনে ফিরে দুঃস্বপ্নের মুখোমুখি হলেন আঞ্জে পোস্টেকগ্লু। নটিংহ্যাম ফরেস্টের দায়িত্ব নেওয়ার মাত্র কয়েকদিন পরই সাবেক টটেনহ্যাম কোচের দলকে ৩-০ গোলে গুঁড়িয়ে দিল আর্সেনাল। এমিরেটসে এদিন ছিল গ্রীষ্মকালীন সাইনিংদের উৎসব। মিডফিল্ডার মার্টিন জুবিমেন্ডি করলেন দুর্দান্ত জোড়া গোল। আর মাঝে ভিক্টর জিকেরেসের শট নিশ্চিত করল আর্তেতার দলের স্বস্তির জয়। খেলার ৩১ মিনিটে ননি মাদুয়েকের কর্নার থেকে বক্সে আসা বলে দারুণ ভলিতে প্রথম গোল করেন জুবিমেন্ডি। যদিও শটে সামান্য ডিফ্লেকশন ছিল, কিন্তু তাতে গোলের সৌন্দর্য একটুও ম্লান হয়নি।আরো পড়ুন:এমবাপ্পে-গুলের গোলে ১০ জনের রিয়ালের লড়াকু জয়নেপাল ফেরত ফুটবলারদের ট্রমা কাটাতে মনোবিদের দ্বারস্থ বাফুফে নেপাল ফেরত ফুটবলারদের ট্রমা কাটাতে মনোবিদের দ্বারস্থ বাফুফে দ্বিতীয়ার্ধ শুরু হতেই আরও আগ্রাসী হয়ে ওঠে আর্সেনাল। মাত্র এক মিনিটের মাথায় রিকার্দো কালাফিওরির লম্বা পাস ধরে এগিয়ে...