সংগীতশিল্পী ফরিদা পারভীন শনিবার রাতে রাজধানীর একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বাংলার লোকসংগীত ও লালনগীতির উজ্জ্বল নাম ফরিদা পারভীন আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। শনিবার রাত ১০টা ১৫ মিনিটে রাজধানীর একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বাংলার আকাশে দ্রুবতারা হয়ে গেলেন লোকসংগীতের এই বিশিষ্ট গবেষক। ফরিদা পারভীনের মৃত্যু সম্পর্কে গণমাধ্যমকে তথ্য দিয়েছেন তার মেয়ে জিহান ফারিহা।আরো পড়ুন:তাহসানের সঙ্গী নাদিয়ারোদে চমকিত আইয়ুব বাচ্চুর রুপালি গিটার কিডনি ও ফুসফুসের জটিলতায় দীর্ঘদিন ভুগছিলেন ফরিদা পারভীন। নিয়মিত ডায়ালাইসিসের অংশ হিসেবে গত ২ সেপ্টেম্বর তাকে মহাখালীর ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। ডায়ালাইসিসের পর শারীরিক অবস্থার অবনতি হলে চিকিৎসকরা তাকে ভর্তি করার পরামর্শ দেন। এরপর তিনি হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন ছিলেন। গত বুধবার অবস্থার অবনতি হলে ভেন্টিলেশনে নেওয়া...