এশিয়া কাপে ‘বি’ গ্রুপে নিজেদের দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কার কাছে ধরাশায়ী হলো বাংলাদেশ। আজ শনিবার (১৩ সেপ্টেম্বর) রাতে আবুধাবির শেখ জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নেমে ব্যাটিং বিপর্যয়ে পড়ে বাংলাদেশ। এরপর লিটন দাস, শামীম হোসেন পাটোয়ারী ও জাকের আলীর ব্যাটে ৫ উইকেটে ১৩৯ রান করে। জবাবে ৪ উইকেট হারিয়ে ১৪.৪ ওভারে ১৪০ রান করে জয় নিশ্চিত করে শ্রীলঙ্কা। রান তাড়া করতে নেমে ১৩ রানেই উইকেট হারায় শ্রীলঙ্কা। মোস্তাফিজুর রহমানের বলে উইকেটের পেছনে লিটন দাসের হাতে ক্যাচ দিয়ে আউট হন কুশল মেন্ডিস (৩)। সেখান থেকে পাথুম নিসাঙ্কা ও কামিল মিশ্রার ৫২ বলে ৯৫ রানের জুটি গড়ে দলের জয়ের ভিত গড়ে দেন। ১০৮ রানের মাথায় নিসাঙ্কা শেখ মাহেদীর বলে আউট হন। যাওয়ার আগে ৩৪ বলে ৬টি চার ও ১ ছক্কায় ৫০...