বরগুনার আমতলী উপজেলার হলদিয়া ইউনিয়নের উত্তর তক্তাবুনিয়া গ্রামে কেরাম বোর্ড খেলাকে কেন্দ্র করে সংঘর্ষে উভয় পক্ষের ১৪জন গুরুতর আহত হয়ছ। স্থানীয় ও স্বজনরা আহতদের উদ্ধার করে মুমুর্ষ অবস্থায় বরিশাল শেবাচিম হাসপাতাল নিয়ে ভর্তি করেছে। শনিবার বেলা আড়াইটার দিকে ওই গ্রামের কালু চৌকিদার বাড়ির সামনে ওই ঘটনা ঘটে। আহতের স্বজন সূত্রে জানা গেছে, উপজেলার উত্তর তক্তাবুনিয়া গ্রামের কালু চৌকিদার বাড়ির দরজায় বসে শনিবার বেলা আড়াইটার দিকে যুব মীরা (১৪), আরাফাত (১৮), সাগর (২০) ওলিউল্লাহ চৌকিদার (১৭) কেরাম বোর্ড খেলছিল। ওই সময় কেরাম বোর্ড খেলা নিয়ে অলিউল্লাহ চৌকিদারর সাথে অন্য তিন জনের বাগবিতন্ডা হয়। বাগবিতন্ডার এক পর্যায়ে উভয়পক্ষ রামদা, দা ও লাঠিসোটা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পরে। সংঘর্ষে উভয়পক্ষের ১৪ জন আহত হয়। উভয়পক্ষের আহতরা হলেন মীর আমির হামজা (৩০), মীর রফিকুল ইসলাম...