ওড়িশায় হেনস্থার শিকার হয়ে মালদা জেলায় নিজ গ্রামে ফিরে এসেছেন আশরাফুল হক -বিবিসি ভারতের নানা রাজ্যে মৌসুমী শ্রমিকদের ‘অবৈধ বাংলাদেশি’ সন্দেহে ব্যাপক হেনস্থা হতে হচ্ছে। ফলে অনেকেই জীবন বাঁচাতে আবার ফিরছেন নিজ গ্রামে। তারদেরই একজন মালদা জেলার হরিশচন্দ্রপুরের মোহাম্মদ আশরাফুল হক। আশরাফুলের মতোই কয়েক মাস আগে পর্যন্ত, মুম্বাইতে ভূগর্ভস্থ পাইপ বসানোর কাজ করতেন ওই মিলনগড় গ্রামেরই মোহাম্মদ খায়েরুল ইসলাম। এখন কাজ ছেড়ে ফিরে এসেছেন গ্রামে। বিবিসি বাংলার এক প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে। অন্যান্য জায়গা থেকে খবর পাচ্ছিলাম যে বাংলা বললেই বাংলাদেশি বলছে, ডকুমেন্ট দেখতে চাইছে। তখনই ঠিক করি যে এখানে থাকব না। তাই ফিরে এসেছি: মুম্বাইয়ের শ্রমিক অথচ পশ্চিমবঙ্গের মালদা আর মুর্শিদাবাদ- জেলা দু’টির অর্থনীতির অন্যতম মূল ভিত্তি হলো এখানকার পরিযায়ী শ্রমিকদের পাঠানো রেমিট্যান্স। তবে নানা রাজ্যে এই শ্রমিকদের...