শ্রম ও নৌ-পরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা সাখাওয়াত হোসেন বলেছেন, আগামী ফেব্রুয়ারি মাসেই নির্বাচন হবে- এটা নিশ্চিত। এ বিষয় নিয়ে কোনো সন্দেহের অবকাশ নেই। নির্বাচন কমিশন এ লক্ষ্যে সব প্রস্তুতি নিয়েই এগুচ্ছে। শনিবার,(১৩ সেপ্টেম্বর ২০২৫) বরিশাল সার্কিট হাউজে গণমাধ্যম কর্মীদের সঙ্গে আলাপকালে উপদেষ্টা এসব কথা জানান। এ সময় তিনি আরও বলেন, এ লক্ষ্যে কমিশনের চাহিদানুযায়ী সরকারও সব সহযোগিতা অব্যাহত রেখেছে। নির্বাচন কেন্দ্রীক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে শংকার কিছু নেই। পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীও একটি অংশগ্রহণমূলক, অবাধ, নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে যা কিছু প্রয়োজন সেভাবে কাজ করবে বলে আশাবাদ ব্যক্ত করেন উপদেষ্টা। নির্বাচন কি পিআর পদ্ধতিতে হবে? এমন প্রশ্নের জবাবে সাখাওয়াত হোসেন বলেন, আইন অনুযায়ী এটা নির্বাচন কমিশনই ঠিক করবে। নৌ-পরিবহন ও শ্রম উপদেষ্টা বরিশালের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের ওপর আলোকপাত করে বলেন, বরিশালের ৩টি...