ভারতের টি-২০ দলে শুবমান গিল আসায় ওপেনিংয়ে জায়গা হারিয়েছেন স্যাঞ্জু স্যামসন। প্রথমে ভাবা হয়েছিল তিনি বোধহয় প্রথম একাদশ থেকে বাদই পড়বেন। তবে আমিরাত ম্যাচে তাকে মিডল অর্ডারে রাখা হয়। পাকিস্তান ম্যাচের আগে ভারতের ব্যাটিং কোচ এস কোটাক জানান, নিচের দিকে নামলেও স্যাঞ্জুর ব্যাটিংয়ে কোনো প্রভাব পড়বে না। তিনি ভালোই খেলবেন। পাশাপাশি পাকিস্তানের সঙ্গে সাম্প্রতিক সম্পর্কের কোনো প্রভাব ম্যাচে পড়বে কিনা, তার উত্তরও দেন তিনি। বলেছেন, ‘একবার যখন বোর্ড জানিয়ে দিয়েছে তারা সরকারের সিদ্ধান্ত মানবে, তখন থেকেই আমাদের ফোকাস ম্যাচে। ভারত বনাম পাকিস্তান ম্যাচ উত্তেজক হবেই। ক্রিকেটারেরা শুধু খেলা নিয়েই ভাবছে। বাকি কোনো কিছুই ওদের মাথায় নেই।’ পহেলগাঁও হামলার পর পাকিস্তানের সঙ্গে ভারত খেলবে কিনা, তা নিয়ে অনেক জল্পনা হয়েছে। শেষ মেশ সরকার অনুমতি দিয়েছে। তবে এখনও এই ম্যাচ বাতিল বা...