ভারতে ইলিশ রপ্তানি করা হবে—এমন ঘোষণার পর থেকেই চাঁদপুরসহ দেশের বাজারে ইলিশের দাম বেড়েছে অস্বাভাবিক হারে। এতে করে সাধারণ মানুষের জন্য এই রূপালী মাছ এখন পুরোপুরি নাগালের বাইরে চলে গেছে। শনিবার বিকেলে চাঁদপুর মৎস্য অবতরণ কেন্দ্র ঘুরে দেখা যায়, প্রতিদিন গড়ে ৩ থেকে ৪শ মণ ইলিশ পরিবহণযোগে আসছে; যা স্বাভাবিক সময়ের তুলনায় একেবারেই কম। মৎস্যজীবী সমিতির সভাপতি আবদুল বারী জমাদার মানিক বলেন, “এই পরিমাণ ইলিশ বাজারের চাহিদা পূরণে পর্যাপ্ত নয়।” গত দুই বছরের তুলনায় এবার ইলিশের দাম প্রায় দ্বিগুণ। ২০২৩ সালে এক কেজির ওপর ওজনের ইলিশের কেজি প্রতি দাম ছিল ১৩০০ টাকা, ২০২৪ সালে তা দাঁড়ায় ১৫০০ টাকায়। কিন্তু ২০২৫ সালে সেই একই ইলিশের দাম এখন ২৪০০ থেকে ২৬০০ টাকা পর্যন্ত উঠেছে। ৮০০–৯০০ গ্রামের ইলিশের দাম ২২০০ টাকা, আর ছোট...