একার জীবন কাটিয়ে দেওয়া বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষক, ভগ্নস্বাস্থ্য এবং বারবার অসুস্থ হয়ে হাসপাতালে ঠাঁই নিতে হয় তাকে। মনোবিজ্ঞানের সেই শিক্ষকের বুদ্ধি কিন্তু ক্ষুরধার। কখনো তিনি কট্টর যুক্তিবাদী, যিনি কী না বিজ্ঞানের সত্যের বাইরে কিছুই বিশ্বাস করেন না। আবার কখনো এই মানুষটি প্রকৃতির বিপুল রহস্যের বিষয়ে নিশ্চুপ থাকেন, যেন পরাস্ত তিনি। এমন একটি চরিত্র যে জনপ্রিয়তার তুঙ্গে উঠতে পারে, নন্দিত কথাশিল্পী হুমায়ূন আহমেদের ‘মিসির আলি’ তার উদাহরণ। হুমায়ূনের এই চরিত্রটি কেবল দুই মলাটেই বন্দি হয়ে থাকেনি। মিসির আলিকে নিয়ে আশির দশক থেকে ২০১৮ সাল পর্যন্ত বিভিন্ন সময়ে নাটক এবং সিনেমা বানানো হয়েছে। এসব নাটক-চলচ্চিত্রে মিসির আলি হয়ে দর্শকের সামনে হাজির হয়েছেন প্রয়াত অভিনেতা আবুল খায়ের, আবুল হায়াত, আশীষ কুমার লোহ, শতাব্দী ওয়াদুদ, আশীষ খন্দকার, হুমায়ুন ফরীদি, জয়ন্ত চট্টোপাধ্যায় এবং চঞ্চল চৌধুরী।...