জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ - জাকসুতেও অধিকাংশ পদে ইসলামী ছাত্র শিবির সমর্থিতরা জিতেছেন বলে ঘোষণা হয়েছে। তবে ভিপি পদে জয়ী হয়েছেন স্বতন্ত্র আব্দুর রশিদ জিতু, যিনি আগে এখন নিষিদ্ধ ছাত্রলীগের রাজনীতি করতেন।জুলাই আন্দোলনের সময় তিনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক ছিলেন। জাকসুর ২৫টি পদের মধ্যে ২০টিতে জয়ী ঘোষণা করা হয়েছে শিবির সমর্থিত সমন্বিত শিক্ষার্থী জোটের প্রার্থীদের। এই প্যানেলের বাইরে সহ-সভাপতি (ভিপি), সাংস্কৃতিক সম্পাদক, সমাজসেবা সম্পাদক, ক্রীড়া সম্পাদক ও একটি কার্যকরী সদস্য পদে অন্যরা জিতেছেন বলে ঘোষণা করা হয়েছে। নতুন ছাত্র সংগঠন বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ (বাগছাস) এবং স্বতন্ত্র প্রার্থীরা এসব পদে জিতেছেন। ভোট শেষ হবার ৪৫ ঘন্টা সময় নিয়ে দীর্ঘ গণনার পর শনিবার সন্ধ্যায় জাকসুর ফল ঘোষণা করা হয়। নির্বাচন প্রক্রিয়া শুরু হবার পর থেকেই নানা অব্যবস্থাপনায় প্রশ্নবিদ্ধ হয়েছে...