শনিবার (১৩ সেপ্টেম্বর) সকালে নগরীর টাউনহল মোড়ে মুমিনুন্নিসা সরকারি মহিলা কলেজের সামনে এ কর্মসূচি হয়। পরে তারা ময়মনসিংহ প্রেস ক্লাব মিলনায়তনে সংবাদ সম্মেলন করেন।এ সময় বক্তারা বলেন, দেশের ৩৩০টি সরকারি কলেজে কয়েক হাজার তৃতীয় ও চতুর্থ শ্রেণির কর্মচারী ৩০ বছরের অধিক সময় বেসরকারিভাবে চাকরি করছেন। এর মধ্যে ২০১৩ এবং ২০২৩ সালে ৫ হাজার ৯০০ জনকে সরকার সার্কুলার দিয়ে বাইরের থেকে নিয়োগ দিয়েছে। বিভিন্ন কলেজ জাতীয়করণ সরকারীকরণ করা হলেও এখন পর্যন্ত এ বিষয়ে কার্যকরী পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে না। এখন পরিবার-পরিজন নিয়ে অনেক কষ্টে জীবনযাপন করতে হচ্ছে।তারা আরও বলেন, তাই দ্রুত চাকরি রাজস্ব খাতে স্থানান্তর করতে হবে। অন্যথায় তারা দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দেন।মাত্র ৩ টাকায় সুস্বাদু রসগোল্লাআন্দোলন বাস্তবায়ন কমিটির আহ্বায়ক এহসানুল কবীর, সদস্য সচিব ফরিদুল...