সিরাজদিখান উপজেলা বিএনপির সভাপতি শেখ মো. আব্দুল্লাহ বলেছেন, ফ্যাসিবাদী আওয়ামী সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের গণতন্ত্র, অর্থনীতি, মানবাধিকার ও বাক-স্বাধীনতাসহ মানুষের মৌলিক অধিকার হরণ করেছিল। যারা ন্যায্য অধিকার চেয়েছিল তাদের ওপরই হামলা-মামলা দেওয়া হয়েছে। এমনকি গুম-খুনও করা হয়েছে। দেশের সব ছাত্র-জনতার আন্দোলনে ফ্যাসিবাদী সরকারের পতন হয়েছে। দেশ নতুন করে স্বাধীনতার স্বাদ পেয়েছে। শনিবার সকাল ১০টায় উপজেলার কেয়াইন ইউনিয়নের নিমতলা শিকদার কমপ্লেক্স সংলগ্ন এ মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। সভায় বিএনপি-ছাত্রদল, যুবদল নেতাকর্মীসহ এলাকার মুরুব্বিরা অংশগ্রহণ করেন। তিনি বলেন, এই স্বাধীনতা ধরে রাখতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার পাশাপাশি চাঁদাবাজি, লুটপাট বা কাউকে যেন হয়রানি না করা হয় সেদিকে নেতাকর্মীদের সজাগ থাকতে হবে। নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে কেন্দ্রীয় বিএনপির সব কর্মসূচিতে সক্রিয় থাকার আহ্বান জানান তিনি। সভায় বক্তব্য রাখেন- উপজেলা বিএনপির...