জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) নির্বাচনে সহ-সভাপতি (ভিপি) পদে পরাজিত প্রার্থী ও ছাত্রশিবির সমর্থিত প্যানেলের নেতা আরিফুল্লাহ আদিব বলেছেন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এমন একটি জায়গা যেখানে ছাত্রশিবিরের নাম শুনলেই পাখির মতো গুলি করে মেরে ফেলা হয়। অথচ এখানে আসা অতিথি পাখি মারলেই বিচার হয়। শনিবার রাতে নির্বাচনের ফলাফল প্রকাশের পর তিনি এ মন্তব্য করেন। নির্বাচনে আদিব ২ হাজার ৩৯২ ভোট পেয়ে দ্বিতীয় স্থান অর্জন করেন। স্বতন্ত্র প্যানেল থেকে প্রতিদ্বন্দ্বিতা করা আব্দুর রশিদ জিতু ৩ হাজার ৩৩৪ ভোট পেয়ে ভিপি নির্বাচিত হন। আরিফ উল্লাহ বলেন, এই জায়গায় আমরা ছাত্রশিবির জাকসু নির্বাচনে একটি পূর্ণাঙ্গ প্যানেল দিতে পেরেছি। সেখানে ২৫ জনের মধ্যে ২০ জনই জয়লাভ করেছে। আলহামদুলিল্লাহ। তিনি আরও বলেন, জুলাই গণঅভ্যুত্থানে শহীদ হওয়া ভাইবোনদের ধন্যবাদ জানাই। একই সঙ্গে স্মরণ করছি যারা আহত...