শিরোপাটা ছিল দূরের লক্ষ্য। তবে প্রাথমিক লক্ষ্য নিদেনপক্ষে এশিয়ার সুপার ফোরে খেলা। তবে সে লক্ষ্যটাও হাত ফসকে বেরিয়ে যাচ্ছে বলেই মনে হচ্ছে এখন। ৩২ বল হাতে রেখে শ্রীলঙ্কার কাছে ৬ উইকেটের বড় হার সে লক্ষ্যের পথ আগলে দাঁড়িয়েছে বাংলাদেশের। বাংলাদেশ ইনিংস শুরু হয়েছিল দুঃস্বপ্ন দিয়ে। প্রথম দুই ওভারে কোনো রান তুলতে পারেনি দল, হারিয়েছে দুই ওপেনার তানজিদ হাসান ও পারভেজ হোসেনকে। এরপর আবার রানআউটে কাটা পড়েন তাওহিদ হৃদয়। ৩৮ রানে মেহেদী হাসান ফিরলে আরও বিপদে পড়ে দল। অধিনায়ক লিটন দাস কিছুটা আশা জাগালেও ২৮ রান করে আউট হলে ৫৩ রানে ৫ উইকেট হারায় বাংলাদেশ। তবে ষষ্ঠ উইকেটে রেকর্ড জুটি গড়ে লড়াইয়ে ফেরান শামীম হোসেন ও জাকের আলী। দুজন মিলে অবিচ্ছিন্ন ৮৬ রান তোলেন। শামীম ৩৪ বলে ৪২ ও জাকের ৩৪...