ইসলামী ঐক্য আন্দোলন ভোলা জেলার সেক্রেটারি মাওলানা আমিনুল হক নোমানী তার কিশোর ছেলের হাতেই খুন হয়েছেন বলে দাবি করেছে পুলিশ। নোমানীর ১৭ বছরের ছেলেকে গ্রেপ্তারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে এমন তথ্য পাওয়া গেছে বলে দাবি ভোলা জেলা পুলিশ সুপার শরীফুল হকের। শুক্রবার রাতে তজুমদ্দিন উপজেলা থেকে তাকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ (ডিবি)। নোমানী (৪৫) ভোলা দারুল হাদিস কামিল মাদ্রাসার মোহাদ্দিস ও সদর উপজেলা পরিষদ জামে মসজিদের খতিব ছিলেন। নিহতের সাত দিনের মাথায় ঘটনার রহস্য উন্মোচন করল পুলিশ। শনিবার বিকালে নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলনে পুলিশ সুপার শরীফুল হক বলেন, “নোমানীর ছেলে একাই ‘কিলিং মিশনে’ অংশ নিয়েছে বলে প্রাথমিক তদন্তে নিশ্চিত হওয়া গেছে। কড়া শাসন মানতে না পেরে ক্ষোভে সে বাবাকে খুন করে। “দুই মাস আগে থেকে বাবাকে হত্যার প্রস্তুতি নিচ্ছিল সে। কীভাবে...