মানববন্ধনে প্রায় অর্ধশত শিক্ষার্থী অংশ নেন। তারা হাতে “আমরা আশ্বাসে নই বাস্তবায়নে বিশ্বাসী, ফ্যাসিবাদের বিচার চাই নিপীড়নের হিসাব চাই, ক্যাম্পাসে নিরাপত্তা চাই বহিরাগত মুক্ত পরিবেশ চাই, শিক্ষার্থীদের ১৫ দফা দাবি অবিলম্বে মানতে হবে, চিকিৎসায় অবহেলা নয় মেডিক্যালে পর্যাপ্ত ওষুধ চাই, ছাত্রী কমনরুম ফেরত চাই নারী শিক্ষার্থীদের নিরাপত্তা চাই, লক্কর-ঝক্কর বাস আর নয় নিজস্ব ফিটনেসযুক্ত বাস চাই, এনালগের শিকল ভাঙো ডিজিটাল ক্যাম্পাস গড়, শিক্ষক সংকট দূর কর সেশনজট মুক্ত কর, ছাত্র সংসদ গঠন কর শিক্ষার্থীদের অধিকার নিশ্চিত কর, হলের খাবারের গুণগত মান নিশ্চিত কর, সাজিদের রক্ত বৃথা নয় খুনিদের বিচার চাই। নানা স্লোগানসংবলিত প্ল্যাকার্ড দেখা গেছে। মানববন্ধনে শিক্ষার্থীরা বলেন, জুলাই পরবর্তী সময়ে যেরকম ইসলামী বিশ্ববিদ্যালয় আমরা কল্পনা করেছিলাম সেরকম অবস্থানে দেখতে পাচ্ছি না। সাজিদ হত্যার তদন্ত করে এখনো খুনীদের বিচার নিশ্চিত...