গত মে মাসে পাইওনিয়ার লীগে খেলতে নিবন্ধন করেছে ৮০টি ক্লাব। কিন্তু তিন মাস অতিবাহিত হলেও মাঠে গড়ায়নি ফুটবলার তৈরির সুতিকাগার খ্যাত এই লীগটির। কমিটি নেই বলে খেলা হচ্ছে না, এমন কথা পাইওনিয়ার ফুটবল লীগ কমিটির চেয়ারম্যান হাজী টিপু সুলতানের। জানা গেছে, চেয়ারম্যানের জমা দেয়া কমিটিতে ফ্যাসিস্ট আওয়ামী লীগ ও তার স্বজনরা রয়েছেন এমন আভিযোগ এনে কমিটির ঘোষণা দিচ্ছেন ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি তাবিথ আউয়াল। ২০২২ সালে সর্বশেষ পাইওনিয়ার ফুটবল লীগ অনুষ্ঠিত হয়েছিল। এরপর কমিটির সাবেক চেয়ারম্যান মহিদুর রহমান মিরাজ লীগটি মাঠে গড়াতে পারেননি। গত বছর বাফুফেতে নতুন নেতৃত্ব এলে এই কমিটির চেয়ারম্যান করা হয় টিপু সুলতানকে। লীগের জন্য ইতোমধ্যে ৮০টি ক্লাবের নিবন্ধন পেয়েছে কমিটি। তবে শুধু চেয়ারম্যানকে নিয়ে এক সদস্যের পাইওনিয়ার লীগ কমিটি থাকায় এগোতে পারছে না। যদিও অক্টোবরের শেষ...