জয়পুরহাটে স্ত্রীকে হত্যার পর আত্মহত্যার চেষ্টা স্বামীর। জয়পুরহাটে পারিবারিক কলহের জেরে এক ব্যক্তির বিরুদ্ধে তার স্ত্রীকে হত্যার অভিযোগ উঠেছে। শনিবার, (১৩ সেপ্টেম্বর ২০২৫) সকাল আনুমানিক ১০টার দিকে জেলার সদর উপজেলার পুরানাপৈল ইউনিয়নের বড় তাজপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহতের নাম রোকেয়া বেগম (৪৫)। এ ঘটনায় অভিযুক্ত স্বামী জহির উদ্দিনকে পুলিশ গ্রেপ্তার করেছে। পুলিশ বলছেন, ওই গৃহবধূর মাথার বাম পাশে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে হত্যা করা হয়েছে। ঘটনার পর ওই গৃহবধূর স্বামীও বৈদ্যুতিক শকে আত্মহত্যার চেষ্টা করেছেন। তাকে গ্রেপ্তারের পর জয়পুরহাট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। গ্রামের লোকজন ও পুলিশ জানিয়েছেন, রোকেয়া বেগম ও জহির উদ্দিন দম্পতির এক ছেলে ঢাকায় রিকশা চালায়। ছেলের বউ বিদেশে থাকে। ওই দম্পতি তার দুই নাতিকে নিয়ে গ্রামের বাড়িতে বসবাস করেন। দাম্পত্য জীবনে প্রায়ই ঝগড়া-বিবাদ...