বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটে উত্তেজনার নতুন মাত্রা যোগ করতে আবারও শুরু হচ্ছে ন্যাশনাল ক্রিকেট লীগ (এনসিএল) টি-টোয়েন্টি আসর। শনিবার,(১৩ সেপ্টেম্বর ২০২৫) বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে উন্মোচিত হয় এবারের আসরের ঝকঝকে ট্রফি। রোববার থেকেই শুরু হচ্ছে টুর্নামেন্টের মূল লড়াই। ট্রফি উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চার বিভাগীয় অধিনায়ক, সিলেটের জাকির হাসান, ঢাকার মহিদুল ইসলাম অঙ্কন, বরিশালের সালমান ইসলাম ইমন এবং রংপুরের আকবর আলি। উদ্বোধনী দিনেই থাকছে ডাবল হেডার। রাজশাহীর নিজস্ব মাঠ বিভাগীয় স্টেডিয়ামে মুখোমুখি হবে রাজশাহী ও ঢাকা মেট্রো। অন্যদিকে বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়াম মাঠে নামবে বর্তমান চ্যাম্পিয়ন রংপুর ও সিলেট। ২০১৪ সালে প্রথমবার মাঠে গড়ায় এনসিএল টি-টোয়েন্টি। এরপর দীর্ঘ ১০ বছর পর গত বছর দ্বিতীয়বারের মতো ফের মাঠে গড়ায় এই লীগ, যা হয়েছিল সিলেটের একটি মাত্র মাঠে। তবে এবার আয়োজন আরও বড়...