ওল্ড ট্র্যাফোর্ডে গতকাল শুক্রবার তিনশ’ রানের সীমানা ছাড়িয়ে দক্ষিণ আফ্রিকাকে উড়িয়ে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে সমতা ফেরালো ইংল্যান্ড। ফিল সল্ট, জস বাটলারদের ব্যাটিং তা-বে ইংল্যান্ড ২০ ওভারে তোলে ৩০৪ রান। জবাবে দক্ষিণ আফ্রিকা ১৫৮তে অলআউট হয়ে হারে ১৪৬ রানে। আইসিসি পূর্ণ সদস্য দুই দেশের লড়াইয়ে এটিই সবচেয়ে বড় স্কোর। পেছনে পড়ে যায় বাংলাদেশের বিপক্ষে ভারতের ২৯৭। রেকর্ড ছোঁয়া ৩০ বাউন্ডারির সঙ্গে ইংলিশদের ইনিংসে ছক্কা ছিল ১৮টি। ৩০ বলে ৮৩ রান করে আউট হন বাটলার। ৩৯ বলে সেঞ্চুরিতে পা রাখেন সল্ট, যা দেশের দ্রুততম। ইনিংস শুরু করে সল্ট শেষ পর্যন্ত অপরাজিত থাকেন ১৫ চার ও ৮ ছক্কায় ৬০ বলে ১৪১ রানে। ইংল্যান্ডের হয়ে এর আগে তারই সেরা ছিল ১১৯। দক্ষিণ আফ্রিকার তিন বোলার রান হজম করেন ৬০ বা এর বেশি। আন্তর্জাতিক...