দুই দলই প্রতিপক্ষকে উড়িয়ে দিয়ে শুরু করেছে এশিয়া কাপ অভিযান। অপেক্ষা এবার দুই চিরপ্রতিদ্বন্দ্বী দলের মহারণের। সেই লড়াইয়ে শক্তি-সামর্থ্যরে দিক থেকে হয়তো ফেবারিট হয়েই নামবে ভারত। তবে সাম্প্রতিক পারফরমেন্সের ধারাবাহিকতায় যে কোনো দলকে হারাতে আত্মবিশ্বাসী পাকিস্তান অধিনায়ক সালমান আলি আগা। দুবাইয়ে গত শুক্রবার ওমানকে ৯৩ রানে হারিয়ে এশিয়া কাপ অভিযান শুরু করেছেন পাকিস্তান। ওমানের বোলিং আক্রমণের সামনে সালমানের দলের পাঁচ ব্যাটার দু’অঙ্কের রান করতে পারেননি। ওপেনার সাইম আইয়ুব এবং অধিনায়ক নিজে শূন্য রানে আউট হন। ওমানকে অলআউট করতেও ১৬.৪ ওভার খরচ করতে হয়েছে পাক বোলারদের। ভারত তাদের প্রথম ম্যাচে সংযুক্ত আরব আমিরাতকে মাত্র ৫৭ রানেই গুটিয়ে দিয়ে ম্যাচ জিতে গেছে ৪.৩ ওভারেই। দুবাইয়ে আজ মুখোমুখি হবে উপ-মহাদেশের দুই পরাশক্তি। যদিও গ্রুপপর্বের ম্যাচ এবং এই গ্রুপ থেকে দুই দলেরই পরের পর্বে...