বিএনপি সবসময় জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠার আন্দোলনে অঙ্গীকারবদ্ধ বলে মন্তব্য করেছেন দলের ঢাকা মহানগর উত্তর শাখার সাবেক আহ্বায়ক সাইফুল আলম নীরব।শনিবার (১৩ সেপ্টেম্বর) রাজধানীর আগারগাঁও এলাকার সর্বস্তরের জনগণের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এই মন্তব্য করেন।নীরব বলেন, আওয়ামী স্বৈরাচারের বিদায় হয়েছে, ছাত্র-জনতার অবশ্যই অবদান রয়েছে, ছাত্রদলেরও সক্রিয় অংশগ্রহণ রয়েছে। পাশাপাশি বিএনপি দীর্ঘ ১৬ বছর আওয়ামী লীগের বিরুদ্ধে লড়াই-সংগ্রাম করেছে। আমাদের সবার সম্মিলিত আন্দোলনের ফলে আজ আমরা পুনরায় মুক্ত হয়েছি। সেই বিজয়কে সুসংহত করতে হলে আমাদের গণতান্ত্রিক প্রক্রিয়াকে ফিরিয়ে আনতে হবে।তিনি বলেন, দেশে গণতন্ত্র প্রতিষ্ঠার বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে, দেশি-বিদেশি ষড়যন্ত্র চলছে। তাই আসুন- দেশবিরোধী যত ষড়যন্ত্র আসুক, দেশের স্বাধীনতাবিরোধী যত ষড়যন্ত্র আসুক, আমরা আপনাদের সঙ্গে নিয়ে ঐক্যবদ্ধভাবে রাজপথে থেকে সব ষড়যন্ত্র মোকাবিলা করব। এ জন্য আজ আমরা শপথ নিতে চাই।নির্বাচনে খালেদা জিয়া ও...