আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বেগম খালেদা জিয়া ও তারেক রহমান মনোনীত প্রার্থীকে বিজয়ী করার আহ্বান জানিয়েছেন বিএনপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম।তিনি বলেন, ফ্যাসিস্ট শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়েছে, তবে তার দোসররা এখনও দেশে ঘাপটি মেরে ষড়যন্ত্র চালাচ্ছে। বিএনপি ও অঙ্গসংগঠনের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় গণতন্ত্রকামী জনগণকে সঙ্গে নিয়ে আমরা সব অপশক্তিকে পরাজিত করব এবং খালেদা জিয়া ও তারেক রহমানের নেতৃত্বে একটি শক্তিশালী গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করব।শনিবার (১৩ সেপ্টেম্বর) বিকেলে গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার কাশালিয়া ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে কাশালিয়া ইউনিয়ন পরিষদ চত্বরে আয়োজিত কর্মীসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।সেলিমুজ্জামান সেলিম বলেন, আগামীতে নির্বাচন অনষ্ঠিত হবে- সে নির্বাচনে বিএনপিকে জিততে হবে। তাই এখন আর ঘরে বসে থাকার সময় নয়। তিনি সকলকে সজাগ থাকার আহ্বান জানিয়ে বলেন, ষড়যন্ত্র চলছে, নির্বাচন বানচাল...