আমার প্রথম কাজ হলো দল-মত নির্বিশেষে সবাইকে নিয়ে একটি ইনক্লুসিভ (অন্তর্ভুক্তিমূলক) বিশ্ববিদ্যালয় গড়ে তোলা। যেখানে সবার চিন্তা-ভাবনা নিয়ে আমরা আগামীর নতুন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় বিনির্মাণ করব বলে জানিয়েছেন জাকসুর নবনির্বাচিত সহ-সভাপতি (ভিপি) আব্দুর রশিদ জিতু। শনিবার নির্বাচন কমিশনের চূড়ান্ত ফলাফল ঘোষণার পর তাৎক্ষণিক এক প্রতিক্রিয়ায় এ কথা বলেন তিনি। আব্দুর রশিদ জিতু বলেন, শিক্ষার্থীরা আমার ওপর যে ভরসা রেখেছেন, সেই জায়গা থেকে আমি অবশ্যই শিক্ষার্থীদের চাওয়া-পাওয়ার বিষয়কে গুরুত্ব দিয়ে সবসময় কাজ করার চেষ্টা করবো। আমি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অধিকারের প্রশ্নে, বিশ্ববিদ্যালয়ের প্রশ্নে কখনো আপস করিনি। আগামীতেও আপস করবো না, ইনশাআল্লাহ। শিক্ষার্থীদের যেকোনো চাওয়া-পাওয়াকে সবার আগে গুরুত্ব দিয়ে আমি কাজ করে যাব। তিনি বলেন, আমরা বিশ্বাস করি, নির্বাচন শতভাগ সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য নির্বাচন কমিশন আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করেছেন এবং শিক্ষার্থীদের...