বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্ল্যাহ বুলু বলেছেন, ৩৬ জুলাই আন্দোলন সফলতার সিংহভাগ ভাগীদার বিএনপি, বিএনপিকে তুচ্ছ তাচ্ছিল্য করে কথা বলার ধৃষ্টতা দেখাবেন না। শনিবার (১৩ সেপ্টেম্বর) বিকেলে চাঁদপুর পৌর ও সদর উপজেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। বরকত উল্ল্যাহ বুলু বলেন, যারা পিআর (সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব) এর নাম বলেন তাদের পেয়ারার দেশ পাকিস্তানেও পিআর পদ্ধতি নেই। পিআর এর নাম বলে গন্ডগোল করে দেশে স্বাভাবিক নির্বাচন ব্যাহত করতে চায় তাদেরকে বলতে চাই, দীর্ঘ ১৭ বছর আন্দোলন সংগ্রাম করে গণতন্ত্রের রাস্তা তৈরি করেছে বিএনপি। সম্মেলন উদ্বোধন করবেন চাঁদপুর জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক। এসময় বক্তব্য রাখেন বিএনপি’র কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মো. সেলিম ভূঁইয়া, সহ-সাংগঠনিক সম্পাদক হাজী মোস্তাক মিয়া। দীর্ঘ ১৭ বছর পর অনুষ্ঠিত দ্বি-বার্ষিক সম্মেলনে...