১৩ সেপ্টেম্বর ২০২৫, ১০:৫২ পিএম | আপডেট: ১৩ সেপ্টেম্বর ২০২৫, ১০:৫২ পিএম চীনে অনুষ্ঠিত হয়েছে সাউথ এশিয়া ও সাউথইস্ট এশিয়া বিজনেস ডেভেলপমেন্ট কোঅপারেশন কনফারেন্স যেখানে অংশ নিয়েছেন বাংলাদেশের একটি প্রতিনিধি দল। বিশ্বের এই অঞ্চলে বাণিজ্যকে উন্নয়নের লক্ষ্যে “অভিন্ন সমৃদ্ধির পথে একসঙ্গে এগিয়ে চলি: শিল্প ও সরবরাহ শৃঙ্খলে সমন্বয়ের নতুন ধারা গড়ে তুলি” এই প্রতিপাদ্যে অনুষ্ঠিত হয়েছে এবারের সম্মেলন। বাণিজ্য সম্মেলনটি ৯ থেকে ১২ সেপ্টেম্বর চীন আন্তর্জাতিক বাণিজ্য প্রচার কাউন্সিল সিচুয়ান প্রদেশ এর উদ্যোগে ছেংদু শহরে অনুষ্ঠিত হয়। আয়োজনে সহায়তা করে, সার্ক চেম্বার অফ কমার্স, আসিয়ান-চীন সেন্টার, চীন-দক্ষিণ এশিয়া বিজনেস কাউন্সিল, চীন-আসিয়ান বিজনেস কাউন্সিল, এবং চীন-পাকিস্তান বিজনেস কাউন্সিল। বাংলাদেশ চায়না চেম্বার অব্ কমার্স এন্ড ইন্ড্রাস্ট্রির(বিসিসিসিআই) এর প্রশাসক ও বানিজ্য মন্ত্রণালয়ের যুগ্ম সচিব নার্সিগ মুর্শিদা, বাংলাদেশ কনস্যুলেট জেনারেল কুনমিং এর কনসাল জেনারেল...