আবুধাবিতে এশিয়া কাপে 'বি' গ্রুপে নিজেদের দ্বিতীয় ম্যাচে টস হেরে আগে ব্যাট করে বাংলাদেশ। শুরুতে ব্যাটিং বিপর্যয়ে পড়া বাংলাদেশ শেষ পর্যন্ত নির্ধারিত ২০ ওভারে করেছে ৫ উইকেটে ১৩৯ রান। ষষ্ঠ উইকেটে রেকর্ড ৮৬ রানের জুটি গড়েন জাকের আলী ও শামীম পাটোয়ারী। প্রথম দুই ওভারে দলীয় সংগ্রহে রান যোগ হওয়ার আগেই বাংলাদেশ হারায় ২ উইকেট। বাংলাদেশের স্কোরবোর্ডে প্রথম রান যোগ হয়ে ইনিংসের ২.২ ওভার অর্থাৎ ১৪তম বলে। প্রথম ওভারে নুয়ান তুষারার করা পাঁচ বলে কোনো রান নিতে পারেননি তানজিদ হাসান। ষষ্ঠ বলে বাংলাদেশ ওপেনার বোল্ড হয়ে ফেরেন। এ নিয়ে পাঁচ ইনিংসে তানজিদকে তৃতীয়বার আউট করলেন তুষারা। দ্বিতীয় ওভারে প্রথম তিন বলে কোন রান দেননি চামিরা। চতুর্থ বলে উইকেটকিপারকে ক্যাচ দেন আরেক ওপেনার পারভেজ হোসেন। টি-টোয়েন্টিতে এই প্রথম টানা দুই ওভারে কোন...