সুপার ফোরের পথ খোলা রাখতে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে ম্যাচ, সেখানে এসেই ব্যর্থ বাংলাদেশের টপ অর্ডার। লঙ্কানদের সামনে দাঁড়াতেই পারেননি তানজিদ তামিম-পারভেজ ইমনরা। তবে টপ অর্ডার ব্যর্থতার দিনে দারুণ লড়াই করেছেন লোয়ার মিডল অর্ডার ব্যাটাররা। ৫৩ রানে ৫ উইকেট হারানো বাংলাদেশকে লড়াকু পুঁজি এনে দিয়েছেন জাকের আলি ও শামিম হোসেন। আবুধাবিতে টস হেরে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৩৯ রান করে বাংলাদেশ। দলের হয়ে সর্বোচ্চ ৪২ রান করেছেন শামিম হোসেন। এ ছাড়া ৪১ রান করেছেন জাকের আলি। নতুন বলে রীতিমতো আগুন ঝরালেন লঙ্কান পেসাররা! লঙ্কার আগুনে পুড়ে ছাই বাংলাদেশের দুই ওপেনার! ইনিংসের প্রথম ১২ বলের সবকটির ডট! প্রথম ওভারের প্রথম পাঁচ বল ডট খেলার পর ষষ্ঠ বলে নুয়ান থুসারার দুর্দান্ত ইয়র্কারে স্টাম্প উপড়ে যায় তানজিদ তামিমের।...