মালয়েশিয়ার প্রধানমন্ত্রী দাতো’ সেরি আনোয়ার ইব্রাহিম কাতারের দোহায় অনুষ্ঠিতব্য জরুরি আরব-ইসলামিক সম্মেলনে অংশ নিতে আগামী ১৫ সেপ্টেম্বর ২০২৫ সেখানে যাচ্ছেন। এ সম্মেলনে আলোচনার মূল বিষয় হবে ইসরাইলের কাতার রাষ্ট্রে সাম্প্রতিক হামলা। উইজমা পূত্রার ভেরিফাইড ফেসবুক পোস্ট অনুযায়ী, প্রধানমন্ত্রীর সঙ্গে সফরে থাকবেন পররাষ্ট্রমন্ত্রী উতামা হাজি মোহাম্মদ বিন হাজি হাসান এবং সরকারের জ্যেষ্ঠ কর্মকর্তারা। এর আগে ১৪ সেপ্টেম্বর আরব-ইসলামিক মন্ত্রিপরিষদ পর্যায়ের প্রস্তুতিমূলক বৈঠক অনুষ্ঠিত হবে। আরও পড়ুনআরও পড়ুনকাতারে হামলা করে ইসরাইলের কী ক্ষতি হলো? সম্মেলনে ইসলামিক সহযোগিতা সংস্থা (ওআইসি)-এর সদস্য রাষ্ট্রগুলোর নেতৃবৃন্দ ও প্রতিনিধিরা যোগ দেবেন। মালয়েশিয়ার অংশগ্রহণ কাতারের প্রতি সংহতি প্রকাশের পাশাপাশি দীর্ঘদিন ধরে ফিলিস্তিনি জনগণের অধিকার রক্ষায় তাদের অটল অবস্থানকে আরও জোরদার করবে বলে মনে করা হচ্ছে। সম্মেলনে ভাষণ দিতে গিয়ে আনোয়ার ইব্রাহিম ইসরাইলের প্রকাশ্য আন্তর্জাতিক আইন লঙ্ঘন, জাতিসংঘ সনদ...