প্রথমার্ধে দারুণ খেলল রেয়াল মাদ্রিদ। ১০ জনের দলে পরিণত হওয়ার আগে-পরে গোল করে এগিয়ে গেল তারা। বিরতির পর অবশ্য বেশিরভাগ সময় ঘর সামলাতেই ব্যস্ত থাকতে হলো তাদের। একের পর এক আক্রমণে ব্যবধান কমালেও দ্বিতীয় গোলের দেখা আর পেল না রেয়াল সোসিয়েদাদ। প্রতিপক্ষের মাঠে শনিবার লা লিগার ম্যাচটি ২-১ গোলে জিতল রেয়াল মাদ্রিদ। লিগ শিরোপা পুনরুদ্ধারের অভিযানে শতভাগ জয়ের ধারা ধরে রাখল মাদ্রিদের দলটি। চার ম্যাচে পূর্ণ ১২ পয়েন্ট নিয়ে শীর্ষে শাবি আলোন্সোর দল। আন্তর্জাতিক ফুটবলের বিরতির পর প্রথমবার মাঠে নামা রেয়াল মাদ্রিদের এই জয়ের নায়ক কিলিয়ান এমবাপে। ফরাসি তারকা করেন দলের প্রথম গোল। পরে আর্দা গিলেরের গোলে অবদান রাখেন তিনি। সোসিয়েদাদের একমাত্র গোলটি করেন মিকেল ওইয়ারসাবাল। ম্যাচের দ্বিতীয় মিনিটেই সোসিয়েদাদের জালে বল পাঠান গিলের। তবে বিল্ডআপের সময় এমবাপে অফসাইডে থাকায়...