লা লিগায় মৌসুমে নিজেদের চতুর্থ ম্যাচে রিয়াল সোসিয়াদাদের মাঠে প্রথমার্ধেই ১০ জনের দলে পরিণত হয় রিয়াল মাদ্রিদ। তবু কিলিয়ান এমবাপ্পের দারুণ পারফরম্যান্সে ২-১ গোলের জয় নিয়ে মাঠ ছেড়েছে জাবি আলোনসোর দল। চার ম্যাচে সব জিতে লা লিগায় শীর্ষেই রইলো লস ব্লাঙ্কোসরা। আন্তর্জাতিক ফুটবলের বিরতির পর প্রথমবার মাঠে নামা রিয়ালের এই জয়ের নায়ক এমবাপ্পেই। ফরাসি তারকা করেন দলের প্রথম গোল। পরে আর্দা গোলে অবদান রাখেন। ১২ মিনিটে প্রতিপক্ষের সুযোগ কাজে লাগিয়ে দলকে এগিয়ে নেন এমবাপ্পে। মাঝমাঠ থেকে সোসিয়েদাদের একজনের ব্যাকপাস পেয়ে সঙ্গে লেগে থাকা আরেকজনকে পেছনে ফেলে এগিয়ে যান এমবাপ্পে। এরপর বক্সের বাইরে থেকে শটে লক্ষ্যভেদ করেন বিশ্বকাপ জয়ী তারকা। আসরে চার ম্যাচে এমবাপের গোল হলো চারটি। ৩২ মিনিটে সোসিয়েদাদের ওইয়ারজাবালকে পেছনে থেকে ঘাড়...