নানা ঘটনা প্রবাহের মধ্যে শেষ হওয়া জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ-জাকসু নির্বাচন গ্রহণযোগ্যতা হারায়নি বলে মন্তব্য করেছেন ইসলামী ছাত্রশিবির সমর্থিত সমন্বিত শিক্ষার্থী জোটের নবনির্বাচিত জিএস মাজহারুল ইসলাম। নির্বাচনের দুই দিন পর ঘোষিত ফলাফলে জিএস পদে জয়ী হওয়ার পরপরই বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনের সামনে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তিনি এ কথা বলেন। মাজহারুল বলেন, “আমরা মনে করছি না যে, এই নির্বাচন গ্রহণযোগ্যতা হারিয়েছে; আপনারা দেখতে পাবেন, প্রায় ৭০ শতাংশ শিক্ষার্থী তাদের ভোট দিয়েছেন।” শনিবার সন্ধ্যায় ভোট গ্রহণের দুইদিন পর বিশ্ববিদ্যালয়ের সিনেট হলে নির্বাচনের ফলাফল ঘোষণা করে নির্বাচন কমিশন। ভোটগ্রহণে অনিয়ম-বিশৃঙ্খলার অভিযোগের পর অধিকাংশ প্যানেলের বর্জন, দীর্ঘ সময় ধরে ভোটগণনার কাজের মধ্যে নির্বাচনি দায়িত্বে থাকা এক শিক্ষকের মৃত্যুর মত ঘটনা এ নির্বাচনে বিতর্কের জন্ম দেয়। তবে মূল বিপত্তি ঘটেছে অভিযোগ থেকে মুখ রক্ষার জন্য ওএমআর...