জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচনে ভোটগ্রহণের ৪৮ ঘণ্টা পর ফল ঘোষণা করা হয়েছে। এ নির্বাচনে ভিপি পদে জয় পেয়েছেন স্বতন্ত্র প্রার্থী আবদুর রশিদ জিতু। এছাড়া সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন সমন্বিত শিক্ষার্থী জোটের প্রার্থী মাজহারুল ইসলাম।নির্বাচনে ফলাফল ঘোষণার পরও আলোচনায় রয়েছে ভোট গণনায় দীর্ঘ সময় লাগার কারণ। এবারের জাকসু নির্বাচনে মোট ১১ হাজার ৯১৯ জন ভোটার রয়েছেন। ভোটগ্রহণ শেষে নির্বাচন কমিশন জানায়, ৮ হাজার ১৬ ভোটার ভোট দিয়েছেন। অর্থাৎ ৬৭ দশমিক ৯ শতাংশ ভোটার ভোট দিয়েছেন। ফলে অল্প সংখ্যক ভোট গণনায় কেন এত সময় লেগেছে তা নিয়ে প্রশ্ন উঠেছে।জাকসুর প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক মো. মনিরুজ্জামান বলেন, কয়েকটি প্যানেলের দাবির প্রেক্ষিতে ওএমআর পদ্ধতিতে মেশিনে ভোট গণনার পরিবর্তে ম্যানুয়ালি বা হাতে ভোট গণনা করা হয়েছে। এতে করে ভোট গণনায় বেশি...