সাতক্ষীরা জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শেখ তারিকুল হাসান বলেছেন, স্বৈরাচারী হাসিনা সরকারের পতনের যে সমস্ত গণমাধ্যম ও গণমাধ্যমকর্মীরা রাজপথে থেকে নিউজ কাভারেজ করেছে এবং প্রচার করেছে তারা সবাই জুলাই যোদ্ধা। গণমাধ্যমের পাশাপাশি স্বৈরাচারের রক্তচক্ষু উপেক্ষা করে যে যারা সামাজিক যোগাযোগমাধ্যমে স্বৈরাচারের মুখোশ উন্মোচনে কাজ করেছে তাদের অবদান বিএনপি কখনো ভুলবে না।শনিবার (১৩ সেপ্টেম্বর) দুপুরে সাতক্ষীরার আশাশুনি উপজেলার সম্মেলন কক্ষে আয়োজিত স্থানীয় অন-লাইন পোটাল ‘আপন বাংলার’ ১২তম প্রতিষ্ঠা বার্ষিক উপলক্ষে আয়োজিত কেক কাটা ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।এ সময় শেখ তারিকুল হাসান আরও বলেন, বিএনপির নেতৃত্বে আগামীর বাংলাদেশ হবে গণমাধ্যম বান্ধব। সাংবাদিক সমাজ সঠিক বস্তুনিষ্ঠ খবর পরিবেশন ও তথ্য সংগ্রহে কেউ কোথাও বাঁধাগ্রস্ত করলে তাকে ছাড় দেওয়া হবে না।প্রধান আলোচকের বক্তব্যে কেন্দ্রীয় জামায়াতে ইসলামীর শূরা...