এশিয়া কাপের দ্বিতীয় ম্যাচে আজ (শনিবার) শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নেমেছে বাংলাদেশ। জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে আগে ব্যাট করতে নেমে ব্যাটিং বিপর্যয়ে পড়েছে টাইগাররা। তাতে শুরুর ১০ ওভারেই ৫ উইকেট হারায় লাল-সবুজরা। তাছাড়া লিটনও হাতছাড়া করেন শীর্ষে ওঠার সুযোগ। এদিন ব্যাটিংয়ে নামার আগে এক বিশেষ কীর্তির সামনে ছিলেন লিটন। বাংলাদেশের হয়ে টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রহের তালিকায় সাকিব আল হাসানকে ছাড়িয়ে শীর্ষে ওঠার সুযোগ ছিল তার সামনে। তবে সেই কীর্তিতে পৌঁছানোর অর্ধেক পথে গিয়েই থামেন এই উইকেটরক্ষক ব্যাটার। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ রান সংগ্রহের তালিকার শীর্ষে থাকা সাকিবের রান ২৫৫১। এদিন ব্যাটিংয়ে নামার আগে এই তালিকায় দ্বিতীয় স্থানে থাকা লিটনের রান ছিল ২৪৯৫। আজকের ম্যাচে সাকিবকে ছুঁতে লিটনের প্রয়োজন ছিল মাত্র ৫৬ রান। তবে লিটন থামেন ২৮ রানেই। বর্তমানে তার...