এশিয়া কাপের দ্বিতীয় ম্যাচে আজ (শনিবার) শ্রীলঙ্কার বিপক্ষে যেন দেখা গেল এক অন্য বাংলাদেশ দলকে। আগে ব্যাট করতে নেমে এলোমেলো টাইগারদের ব্যাটিং লাইনআপ। লঙ্কান বোলারদের সামনে যেন কোনো সূত্রই খুঁজে পাচ্ছিলেন না টাইগার ব্যাটাররা। ফলে বড় ব্যাটিং বিপর্যয়ে পড়ে লিটন দাসের দল। শুরুর ব্যাটিং বিপর্যয়ের পর প্রতিরোধ গড়ার চেষ্টা করেছিলেন লিটন। তবে দলীয় ফিফটি রানের পর ফিরে যান তিনিও। পরবর্তীতে দলের ‘ক্রাইসিস ম্যান’—খ্যাত জাকের আলী ও শামিম হোসেনের ব্যাটে লড়াইয়ের পুঁজি গড়েছে টাইগাররা। জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৩৯ রান সংগ্রহ করেছে বাংলাদেশ। দলের পক্ষে সর্বোচ্চ ৪২ রান করেন শামীম হোসেন। ৩৪ বলে ৩ চার ও ১ ছক্কায় এই রান করে অপরাজিত ছিলেন তিনি। অপরপ্রান্তে ৪১ রান করে অপরাজিত ছিলেন...