১৩ সেপ্টেম্বর ২০২৫, ১০:৫৮ পিএম | আপডেট: ১৩ সেপ্টেম্বর ২০২৫, ১০:৫৮ পিএম ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার সদর ইউনিয়নের টেকানগর গ্রামে ইদুর মারার বিষ (বুলেট) প্রয়োগ করে প্রায় ৩ হাজার ৫০০ হাঁস নিধনের ঘটনা ঘটেছে। শনিবার (১৩ সেপ্টেম্বর) ভোরে এ ঘটনা স্থানীয়দের নজরে আসলে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। স্থানীয়রা জানান, টেকানগরের কয়েকজন খামারি দীর্ঘদিন ধরে হাঁস পালন করে আসছিলেন। শুক্রবার রাতে দুর্বৃত্তরা মোঃ শামসু মিয়ার খামারের খাদ্যে বিষ মিশিয়ে দেয়। এতে একে একে হাঁসগুলো মারা যেতে থাকে। সকালে খামারিরা এসে দেখেন খামারে ছড়িয়ে–ছিটিয়ে পড়ে আছে হাজারো মৃত হাঁস। ক্ষতিগ্রস্ত খামারি মো. শামসু মিয়া বলেন, “আমি এগার বছর ধরে হাঁস পালন করছি। এভাবে এক রাতে সব শেষ হয়ে যাবে তা ভাবতেই পারিনি। খামারি মোঃ শামসু মিয়ার দাবি করেন তিনটি খামারে উনার প্রায় সতের...