দীর্ঘ ৩৩ বছর পর নির্বাচিত ছাত্র প্রতিনিধি পেল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি)। নানা বিতর্ক ও উত্তেজনার পর শনিবার (১৩ সেপ্টেম্বর) বিকেলে আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) নির্বাচন কমিশন। ফলাফলে ভিপি হিসেবে ঘোষণা হয়েছে স্বতন্ত্র শিক্ষার্থী সম্মিলন প্যানেলের আবদুর রশিদ জিতুর নাম। ফলাফল ঘোষণার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় সবাইকে নিয়ে কাজ করার অঙ্গীকার জানিয়েছেন তিনি। শনিবার (১৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় জানানো এ প্রতিক্রিয়ায় জিতু বলেন, ৩৩ বছরের চাওয়ার পূর্ণতা পেয়েছে। দলমত বিবেচনা না করে সবাইকে নিয়ে কাজ করব। জাকসুর ভিপি হিসেবে নিজের প্রধান লক্ষ্য তুলে ধরে তিনি বলেন, নিরাপদ ক্যাম্পাস গড়ে তোলার জন্য এবং লেজুড়বৃত্তি রাজনৈতিক বন্ধ করার জন্য কাজ করা হবে। গেস্টরুম সংস্কৃতি থাকবে না। উল্লেখ্য, জাকসুর নতুন ভিপি হওয়ার পথে ৩ হাজার ৩২৪ ভোট...