ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক মুহাম্মদ আফাজ উদ্দিন বলেছেন, স্বৈরাচার ও স্বাধীনতাবিরোধীদের সম্পর্কে সজাগ থেকে দেশে পূর্ণাঙ্গ গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।শনিবার (১৩ সেপ্টেম্বর) সকালে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঘোষিত মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে রাজধানীর উত্তরার ১৫ নম্বর সেক্টর, এভিনিউ-এ ওয়ান সংলগ্ন ৫ নম্বর ব্রিজের পাশে আয়োজিত খাল পরিষ্কার কার্যক্রমে অংশ নিয়ে তিনি এ আহ্বান জানান।আফাজ উদ্দিন বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পরিকল্পনা ও মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের উদ্বোধনে ঘোষিত এই কর্মসূচি ইতোমধ্যে সারাদেশে ব্যাপক সাড়া ফেলেছে। জনগণের জন্য আমাদের কাজ করতে হবে। জনগণকে সঙ্গে নিয়েই এগিয়ে যেতে হবে।উল্লেখ্য যে, খাল পরিষ্কার কর্মসূচিতে মুহাম্মদ আফাজ উদ্দিন সশরীরে উপস্থিত থেকে নিজ হাতে কাজ করেন। এতে স্থানীয় নেতাকর্মী ও এলাকাবাসী অংশগ্রহণ করে পরিবেশ ও জনকল্যাণমুখী এ...