ভুল তথ্য-উপাত্তের ভিত্তিতে স্বল্পোন্নত থেকে উন্নয়নশীল দেশে রূপান্তরের প্রস্তুতি নেওয়া হয়েছে। এ অবস্থায় উন্নয়নশীল দেশে রূপান্তর হলে দেশকে বড় ধরনের ক্ষতির সম্মুখীন হতে হবে বলে মন্তব্য করেছেন ব্যবসায়ী, গবেষক ও অর্থনীতিবিদরা।তারা বলেন, বাংলাদেশ যেহেতু বেশি রপ্তানি বাজারনির্ভর দেশ, উন্নয়নশীল দেশ হওয়ার পর যে চ্যালেঞ্জ আসবে তা সামাল দেওয়া কঠিন হবে। এ অবস্থায় উন্নয়নশীল দেশে রূপান্তরের সময় পেছাতে সরকার ও ব্যবসায়ীদের আলোচনায় বসা প্রয়োজন। শনিবার (১৩ সেপ্টেম্বর) রাজধানীর পুরানা পল্টনে ইকোনমিক রিপোর্টার্স ফোরাম (ইআরএফ) মিলনায়তনে ‘এলডিসি গ্রাজুয়েশন ও বাংলাদেশের প্রস্তুতি’ শীর্ষক সেমিনারে তারা এ কথা বলেন। সেমিনারে প্রধান অতিথি ছিলেন প্রধান উপদেষ্টার অর্থ মন্ত্রণালয় বিষয়ক বিশেষ সহকারী ড. আনিসুজ্জামান চৌধুরী। আনিসুজ্জামান চৌধুরী বলেন, স্বল্পোন্নত থেকে উন্নয়নশীল দেশে উত্তরণে সময় বাড়াতে সরকারের পাশাপাশি ব্যবসায়ীদেরও নিজ নিজ জায়গা থেকে সক্রিয় হতে হবে। এত...