ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে বিজয়ী নারী প্রতিনিধিদের নিয়ে কটাক্ষ করেছেন মো. রাকিবুল মোবিন নামের এক যুবক। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের ২০১৯-২০ সেশনের শিক্ষার্থী। সম্প্রতি সামাজিক মাধ্যমে একটি পোস্ট শেয়ার দিয়ে এই নারী প্রতিনিধিদের ‘গৃহদাসী’ বলে অবমাননাকর মন্তব্য করেন তিনি। মোবিন ব্র্যাক ইনস্টিটিউট অব গভর্ন্যান্স অ্যান্ড ডেভেলপমেন্ট (বিআইজিডি)-এ গবেষণা সহযোগী হিসেবে কর্মরত। তার বিরুদ্ধে বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) ডাকসুর নবনির্বাচিত মানবাধিকার ও আইন সম্পাদক শাখাওয়াত জাকারিয়া বিআইজিডি-এর নির্বাহী পরিচালক ইমরান মাতিন বরাবর লিখিত অভিযোগ দাখিল করেছেন। অভিযোগপত্রে তিনি উল্লেখ করেন, ‘সম্প্রতি মো. মোবিন ডাকসুর নির্বাচিত নারী প্রতিনিধিদের উদ্দেশে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ্যে এক ধরনের স্পষ্টভাবে নারী বিদ্বেষী ও অবমাননাকর মন্তব্য করেছেন। তার এই মন্তব্য নারীদের নেতৃত্বকে তুচ্ছ-তাচ্ছিল্য ও হেয়প্রতিপন্ন করার উদ্দেশ্যে করা হয়েছে। যা কেবল আক্রমণাত্মক নয়, বরং নারীর...